Bantala Leather Complex : বানতলা চর্মনগরীতে আসছে নতুন ১৬৩টি কোম্পানি, জমি পরিদর্শনে মন্ত্রী-বিধায়ক – new companies coming in bantala leather complex for new business


রাজ্যে ফের নতুন লগ্নির সম্ভাবনা। বানতলা লেদার কমপ্লেক্সে নতুন ১৬৩টি লেদার কোম্পানি ব্যবসা শুরু করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে জমি। কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যেই কোম্পানিগুলিকে জমি দেওয়া হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।রবিবার জমি পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী জাভেদ খাঁন, বিধায়ক শওকত মোল্লা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এবার থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের উন্নয়নের সার্বিক বিষয়টি KMDA দেখবে বলে জানা গিয়েছে। সেক্টর সিক্সের মাধ্যমে উন্নয়নের কাজ হবে বলে জানান বিধায়ক। নতুন কোম্পানি আসলে জলনিকাশি ব্যবস্থা, বাসস্ট্যান্ড, হাসপাতাল, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার-সহ একাধিক উন্নয়নমূলক কাজ হবে এলাকায় বলেই জানানো হয়েছে।

সম্প্রতি একটি বণিক সভায় কলকাতার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, নতুন লগ্নিকারীরা ব্যবসা করার জন্য প্রস্তাব দিলেও ইতিমধ্যেই প্রকল্প এলাকাটি ভরে গিয়েছে। সেই কারণে চর্ম নগরীর জায়গা সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে। সেখানেই নতুন কোম্পানিগুলিকে জায়গা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাম আমলে এই চর্ম নগরীর পরিকল্পনা করা হলেও বিভিন্ন কারণে প্রকল্পের গতি আটকে যায়। বর্তমান সরকারের আমলে নতুন উদ্যোগে এই লেদার কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। আনা হয়েছে নতুন লগ্নিকারী সংস্থা। বর্তমানে প্রায় ১১৫০ একর জমির ওপর গড়ে ওঠা লেদার কমপ্লেক্সে ৫০০টি ট্যানারি, লেদার গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ করছে।

কলকাতা লেদার কমপ্লেক্সে নতুন করে ১৮৭টি ট্যানারি ১৩৯টি ফুটঅয়্যার ইউনিট আসার কথা রয়েছে। এর মধ্যে ১৬৩টি লেদার কোম্পানি নতুন জমি চেয়ে আবেদন করেছিল। সেপ্টেম্বরের মধ্যেই জমিদান প্রক্রিয়া শেষ করলে ফেলতে চাইছে রাজ্য সরকার। নতুন বিনিয়োগ এলে প্রায় আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থানের আশা করা হচ্ছে।

কলকাতা মেট্রোর ব্লু-লাইনে স্টিলের জায়গায় অ্যালুমিনিয়ামের থার্ড লেন
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই লেদার কমপ্লেক্সের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকের শেষেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, লেদার কমপ্লেক্সে 25 হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ৫ লক্ষ কর্মসংস্থানও হয়েছে। আগামী দিনে লেদার কমপ্লেক্সে নতুন কোম্পানি এলে রাজ্যের শিল্পায়নে নতুন জোয়ার আসতে চলেছে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *