সম্প্রতি একটি বণিক সভায় কলকাতার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, নতুন লগ্নিকারীরা ব্যবসা করার জন্য প্রস্তাব দিলেও ইতিমধ্যেই প্রকল্প এলাকাটি ভরে গিয়েছে। সেই কারণে চর্ম নগরীর জায়গা সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে। সেখানেই নতুন কোম্পানিগুলিকে জায়গা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাম আমলে এই চর্ম নগরীর পরিকল্পনা করা হলেও বিভিন্ন কারণে প্রকল্পের গতি আটকে যায়। বর্তমান সরকারের আমলে নতুন উদ্যোগে এই লেদার কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। আনা হয়েছে নতুন লগ্নিকারী সংস্থা। বর্তমানে প্রায় ১১৫০ একর জমির ওপর গড়ে ওঠা লেদার কমপ্লেক্সে ৫০০টি ট্যানারি, লেদার গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ করছে।
কলকাতা লেদার কমপ্লেক্সে নতুন করে ১৮৭টি ট্যানারি ১৩৯টি ফুটঅয়্যার ইউনিট আসার কথা রয়েছে। এর মধ্যে ১৬৩টি লেদার কোম্পানি নতুন জমি চেয়ে আবেদন করেছিল। সেপ্টেম্বরের মধ্যেই জমিদান প্রক্রিয়া শেষ করলে ফেলতে চাইছে রাজ্য সরকার। নতুন বিনিয়োগ এলে প্রায় আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থানের আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই লেদার কমপ্লেক্সের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকের শেষেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, লেদার কমপ্লেক্সে 25 হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ৫ লক্ষ কর্মসংস্থানও হয়েছে। আগামী দিনে লেদার কমপ্লেক্সে নতুন কোম্পানি এলে রাজ্যের শিল্পায়নে নতুন জোয়ার আসতে চলেছে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।