অশান্ত ওপার বাংলা। পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রমশ উত্তাল হয়ে উঠছে বাংলাদশের পরিস্থিতি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঘোষণা করেন, দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। বিশিষ্টদের সঙ্গে আলোচনা করে গঠন করা হবে অন্তর্বর্তিকালীন সরকার। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। পড়শি দেশের অশান্তি যাতে এ রাজ্যে কোনও প্রভাব না ফেলে তার জন্য বিশেষ বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন বঙ্গের সবাইকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে BSF। আসুন দেখে নিন এই ভিডিয়ো।