Naihati Flash Flood,Naihati Flash flood : হড়পা বানে সোজা গঙ্গায় ভেসে গেল তিন গাড়ি! – three cars were swept away in ganga harpa ban at naihati ferry ghat watch video


পাড়ে থাকা গাড়ি সোজা গঙ্গায়। হড়পা বানে ফের গঙ্গায় ভেসে গেল চার চাকা গাড়ি। হড়পা বানে পাড় ছাপিয়ে জল উঠে আসে। জলের তোড়ে গঙ্গায় ভেসে যায় চার চাকা তিন তিনটি গাড়ি। ঘটনাটি ঘটেছে নৈহাটি ফেরিঘাট চত্বরে। জানা গিয়েছে, এই গাড়ির আরোহীরা নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ভিড়ের কারণে জেটিঘাটের পাশেই পার্কিং করে মন্দিরে পুজো দিতে যান তারা। এই সময়েই ঘটে বিপত্তি। হড়পা বানে গাড়ি ভেসে যেতে দেখে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন উদ্ধারে। তারাই বহু কষ্ট করে জল থেকে টেনে পাড়ে নিয়ে আসেন গাড়িগুলিকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নৈহাটীর পুরপ্রধান। এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল এখানে। কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায়। জেটিঘাটে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে। তবুও তার পরেও অনেকেই দর্শনে এসে ভিড় এড়াতে জেটিঘাটেই গাড়ি রাখছেন। ফলে হড়পা বান আসতেই ভেসে যায় গাড়ি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *