লম্বা ছুটি কাটিয়ে দুই পুত্রকে সঙ্গে নিয়ে মুম্বই ফিরলেন সইফ আলি খান এবং করিনা কাপুর। বিমানবন্দরে সইফ-করিনার সঙ্গে আমাদের লেন্সবন্দি জেহ এবং তৈমুর। বি টাউনের পাওয়ার কাপল এক্সটেন্টেড গরমের ছুটি কাটাতে গিয়েছিলেন ইউকে। ছুটি কাটিয়ে এবার দেশে ফিরলেন তাঁরা। রবিবারই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে করিনা লেখেন, সামার ২০২৪ শেষ, এবার কাজে ফেরার পালা। খুব তাড়াতাড়ি মুম্বইয়ে দেখা হচ্ছে। ছুটি কাটাতে গিয়ে অনন্ত-রাধিকার বিয়ের জমকালো অনুষ্ঠানও মিস করেছিলেন তাঁরা। তাঁদের বিয়েতে বলিউডের প্রায় সমস্ত তারকাদের দেখা গেলেও দেখা যায়নি সইফ করিনাকে। বিয়ে বাড়ি মিস হলেও কুছ পরোয়া নেহি। জমিয়ে ছুটি কাটিয়েছেন তাঁরা। আর সেই ছুটি কাটিয়েই এবারে কাজে ফেরার পালা। আসুন দেখে নিন এই ভিডিয়ো।