Srijit Mukherji : ‘ভুবন ভ্রমিয়া শেষে নিজের দেশে পদাতিক’ আড্ডায় সৃজিত – srijit mukherji says what about padatik movie watch video


সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’। এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে মনামী ঘোষ এবং কোরক সামন্তকে। আগামী ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে এই সিনেমা। মূলত মৃণালের সেনের ১০০তম জন্মদিনের কারণেই এই ছবি বানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পাশাপাশি রবিবারই প্রকাশ পেয়েছে এই সিনেমার ট্রেলারও। তারপরই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এবার ছবি নিয়ে আড্ডায় সৃজিত মুখোপাধ্যায়। কী বললেন পরিচালক? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *