Vicky Jain Birthday Party: বার্থডে বয় ভিকির সঙ্গে ফ্রেমবন্দি অঙ্কিতা – vicky jain celebrate his birthday party with ankita lokhande watch video


ভিকি জৈনর জন্মদিন উপলক্ষে জমকালো পার্টি। সেখানেই আমাদের লেন্সবন্দি তারকা দম্পতি। ভিকির সঙ্গে আমাদের ক্যামেরায় ধরা দিলেন অঙ্কিতা লোখান্ডে। কুল অ্যান্ড ক্যাজুয়াল লুকে দেখা গেল ভিকিকে। অঙ্কিতাকে অবশ্য দেখা গিয়েছে ডিপ নেক ব্ল্যাক শর্ট ড্রেসে। ১ অগস্টই নাকি জন্মদিন ছিল ভিকির। তবে উইকেন্ডে তাঁরা পার্টি রেখেছিলেন। সবার সুবিধার কথা মাথায় রেখেই উইকেন্ডে জমিয়েছে করলেন সেলব্রেশন। আর সেই পার্টিতেই দেখা গিয়েছে বহু তারকাকে। কারা কারা এসেছিলেন পার্টিতে চলুন দেখেনি তারই এক ঝলক। হাজির হয়েছিলেন রেশমি দেশাই থেকে শুরু করে সস্ত্রীক অর্জুন বিজলানী, বান্টি ওয়ালিয়া, সিদ্ধার্থ নিগম, আর কারা এসেছিলেন? চলুন যাওয়া যাক পার্টির অন্দরে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *