কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন বর্ধমান শহরের একাধিক এলাকা। অনেক বাড়িতেও জল ঢুকেছে বলে জন যাচ্ছে। জমা জলে বিপর্যস্ত সেখানকার জনজীবন। মঙ্গলবার বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকায় গিয়ে দেখা গেল রাস্তাঘাট জলের তলায় (Bardhaman Water Logging Situation) বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে। নিকাশি নালা ঠিকভাবে সংস্কার না হওয়ায় এলাকায় বৃষ্টির জল বেরোতে পারছে না, আর যার ফলে একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়ছে এলাকা, তেমনি বেশিরভাগ বাড়িতেও জল ঢুকে যাচ্ছে বলে অভিযোগ সুভাষপল্লী এলাকার বাসিন্দাদের। জল থৈ থৈ বর্ধমানের ফুটেজ রইল আপনাদের জন্য।