Howrah Local Train,স্কুল থেকে ফেরার পথে দুই ছাত্র ট্রেনে পালিয়ে হাওড়ায় – burdwan two students fled to howrah by train on the way back from school


এই সময়, বর্ধমান: স্কুল থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্র। সোমবার বর্ধমানের বড়নীলপুরের সুকান্তনগরের ঘটনা। এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। এক ছাত্রের পরিবারের তরফ থেকে বর্ধমান থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। বিভিন্ন থানা, জিআরপি ও আরপিএফের কাছে পুলিশ দুই ছাত্রের ছবিও পাঠায়।দিনভর টানাপড়েন শেষে এ দিন রাতে হাওড়া স্টেশন চত্বর থেকে দু’জনকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। দুই ছাত্রকে ফিরিয়ে আনতে রাতেই বর্ধমান থানা থেকে একদল পুলিশ হাওড়ার উদ্দেশে রওনা দেয়। কী কারণে ওই দুই ছাত্র স্কুল থেকে বাড়ি না-ফিরে হাওড়ায় চলে গেল তা এখনও পরিষ্কার নয়। তবে সূত্রের খবর, পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় বাড়ি না ফিরে পালানোর সিদ্ধান্ত নেয় ওই দুই পড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো এ দিন দুপুরে বড়নীলপুরের রাখাল পীরতলা বাস স্টপেজে দুই ছাত্রের জন্য অপেক্ষা করছিলেন তাদের মায়েরা। স্কুলবাস থেকে নেমে ওই দুই ছাত্র মায়েদের হাত থেকে মোবাইল ফোন ও বাড়ির চাবি নিয়ে বাড়ি যাচ্ছি বলে এগিয়ে যায়। কিন্তু দুই মা বাড়িতে গিয়ে দেখেন, ছেলেরা বাড়িতে ফেরেনি। এর পরেই তাঁরা প্রতিবেশীদের বিষয়টি জানান। সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করেও কোনও সন্ধান মেলেনি।

খবর দেওয়া হয় বর্ধমান থানায়। এলাকায় এসে বিভিন্ন সংস্থা ও দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। কিছু ফুটেজে দেখা গিয়েছে, দুই ছাত্র একেবারে স্বাভাবিক ভাবে নিজেরা কথা বলতে বলতে বীরহাটার দিকে এগিয়ে যাচ্ছে। মুচিপাড়া সংলগ্ন এলাকার একটি ফুটেজে দেখা যায়, এক ছাত্র তার হাতে থাকা মোবাইল ফোনের সঙ্গে আর একটি জিনিস ছুড়ে ফেলছে।

পুলিশ পরে ওই এলাকা থেকে ভাঙা মোবাইল ফোনটি উদ্ধারও করে। অন্য ফোনটি সুইচ্‌ড অফ রয়েছে বলে পুলিশ জানতে পারে। তবে সেই মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ছিল বর্ধমান স্টেশন। সেই মতো স্টেশনে গিয়ে সিসি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, বর্ধমান স্টেশন থেকে এ দিন ওই দু’জন হাওড়াগামী ট্রেনে চাপে।

Snatching : ফুড ডেলিভারি বয় সেজে ফ্ল্যাটে ঢুকে ছিনতাই, দুঃসাহসিক ঘটনা বরানগরে

হাওড়া জিআরপি-র সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নর্থ পোর্ট থানার পুলিশ স্টেশন চত্বর থেকে দুই ছাত্রকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বড়নীলপুরের বাসিন্দা সমীরণ সরকার। তাঁর বক্তব্য, ‘গোটা শহর জুড়ে পুলিশ ঘটা করে প্রচুর সিসি ক্যামেরা বসিয়েছিল। এখন নিজেদের বসানো সেই ক্যামেরার ফুটেজ কেন পাচ্ছে না পুলিশ? কেন বেসরকারি সংস্থা বা দোকানের উপর নির্ভর করতে হচ্ছে তাদের?’ যদিও এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *