রবিবার অর্থাৎ ৪ অগস্ট মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মৃণাল সেনের বায়োপিক পদাতিক-এর ট্রেলার। স্বাধীনতা দিবস ১৫ অগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং গীতা সেনের চরিত্রে মনামী ঘোষ। সিনেমায় সত্যজিৎ হিসেবে দেখা যাবে জিতু কমলকে। অভিনেত্রী মনামী ঘোষ আমাদের এই সময় ডিজিটালের দর্শকদের জানালেন এই সিনেমা সংক্রান্ত একাধিক সিক্রেট (Monami Ghosh Interview)। ছবির অফার কীভাবে পেয়েছিলেন থেকে গীতা সেনের চরিত্রে রাজি হওয়ার কারণ সবটা শেয়ার করলেন তিনি। চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করে কেমন লাগল, তাও জানালেন আমাদের। তিনি বলেন যে, ‘সিনেমা হলে একটাও লোক না হলেও আমার জীবনে এটা সেরা ছবি হয়ে থাকবে’। আর কী কী শেয়ার করলেন? আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।