Prabhat Roy Biography : স্ত্রী-র জন্মদিনেই প্রকাশিত প্রভাত রায়ের ‘ক্যাপস্টিক’ – tollywood director prabhat roy launches his biography clapstick many bengali actors directors attended watch video


রবিবার টলিপাড়ার প্রকাশিত হল বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একগুচ্ছ পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, টোটা রায়চৌধুরী -সহ আরও অনেকেই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। ৪ অগস্ট স্ত্রী জয়শ্রী রায়ের জন্মদিনেই প্রকাশিত হয়েছে প্রভাত রায়ের ক্যাপস্টিক (Prabhat Roy Book Launch)। নিজের বর্ণময় কেরিয়ারের অভিজ্ঞতাই তুলে ধরেছেন ‘ক্যাপস্টিক’ বইয়ের মাধ্যমে। কী জানাচ্ছেন কন্যা একতা ভট্টাচার্য? অনুষ্ঠানে হাজির কলাকুশলীরাই বা কী প্রতিক্রিয়া দিলেন? আসুন দেখে নিন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *