নতুন করে ঘূর্ণাবর্তের জেরে আরও বাড়তে চলেছে বৃষ্টি। পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আরও বিষদে জেনে নিন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কী জানালেন।