Sujit Bose At Tarapith Temple : সবার মঙ্গল কামনায় তারা মায়ের দরবারে দমকলমন্ত্রী – wb fire minister sujit bose worships at tarapith temple to seek blessings know what he said watch video


৬ অগস্ট তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। পুজো দিয়ে বেরিয়ে তিনি জানান, সবার মঙ্গল কামনায় পুজো দিয়েছেন তিনি। দুবরাজপুরে দমকল কেন্দ্র তৈরি হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে বলেও জানিয়েছেন তিনি (Tarapith Temple Latest News)। তারাপীঠ, নলহাটিতেও দমকল কেন্দ্র তৈরি হওয়ার কথা রয়েছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী(New Fire Station in Dubrajpur)। তারাপীঠে আপাতত অস্থায়ী দমকলের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি (Sujit Bose News)। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *