Bohurupi Exclusive : পরীকে সঙ্গে নিয়ে আড্ডায় ‘বহুরূপী’ ঝিমলি – bohurupi cinema actress ritabhari chakraborty and koushani mukherjee talk about their characters watch exclusive video


ফাটাফাটি’র পর আবারও একসঙ্গে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে বড় পর্দায়। ‘রক্তবীজ’ ছবিতে আবির হয়েছিলেন আইজি পঙ্কজ সিনহা। এবারে ‘বহুরূপী’তে তিনি এসআই সুমন্ত ঘোষাল। পরিচালনার পাশাপাশি ‘বহুরূপী’তে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম বিক্রম। ঝিমলির ভূমিকায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। তাঁকে ঝিমলি নামক চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। কৌশানী তাঁর চরিত্র নিয়ে কী জানালেন আমাদের? দেখে নিন এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *