Burdwan News,জাতীয় সড়কে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ, মৃত ১ – road accident on nh 19 near burdwan


জাতীয় সড়কে পরপর গাড়ির ধাক্কায় মৃত ১, আহত আরও ২। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের মীরছোবা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভবতোষ সরখেল (৬০)। বাড়ি বর্ধমান শহরের টিকরহাটে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেন। যার ফলে জাতীয় সড়কে সাময়িক যানজটও তৈরি হয়।

একাধিক যানবাহনে ধাক্কা ডাম্পারের

স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও একটি গ্যাসের গাড়িকে ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরবাইকে ধাক্কা মারে একটি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরবাইক চালকের। গুরুতর আহত হন মোটরবাইকের অপর এক আরোহী ও ডাম্পারের চালক। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় ব্যাপক যানজট জাতীয় সড়কে

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনস্থলে পৌঁছয় পুলিশ। মৃত বাইক চালক ভবতোষ সরখেল বর্ধমান শহরেরই টিকরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কলকাতামুখী লেন কার্যক স্তব্ধ হয়ে পড়ে। সৃষ্টি হয় ব্যাপক যানজট। তবে বর্ধমান থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কী বলছে পুলিশ?

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সম্পূর্ণ ঘটনার তদন্ত হচ্ছে। ডাম্পারের কারণে এই ঘটনা ঘটেছে। বর্ষার কারণে ১৯ নম্বর জাতীয় সড়কের এর কাজ ধীর গতিতে চলছে, আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলেছি যাতে কাজ দ্রুত শেষ হয় এবং ট্রাফিকের তরফ থেকেও ওই এলাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরও বেশি করে আলোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে রাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে। আহতদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িগুলিকেও আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে।’ প্রসঙ্গত, অতীতেও এই জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *