দিঘার পূর্ব মুকুন্দপুরের নায়েকালী মন্দিরের কাছে থাকা জেটি থেকে ছাড়া হবে এই ছোট ক্রুজটি। ডবল ডেকের এই ক্রুজটিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয় গত বছর। সাজানো শেষ হয়ে গেলেও জেটিতে পৌঁছনোর রাস্তা পাকা না হওয়া প্রমোদতরী চালুর দিন পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে রাস্তার কাজ শেষ।
পল্টুন জেটি ও নায়েকালী মন্দির থেকে যাতায়াতের কাঠের ব্রিজের কাজও শেষ হয়ে গিয়েছে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, ‘সব কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পর্যটকদের নিয়ে সমুদ্রে পাড়ি দেবে প্রমোদতরীটি।’
৮০টি আসনের ২ ডেকের এই প্রমোদতরীটি শীতাতপ-নিয়ন্ত্রিত। পর্যটকরা যাতে নানা ধরনের খাবারের স্বাদ নিতে পারেন তার জন্য থাকছে অত্যাধুনিক রেস্তোরাঁ। বিনোদনের জন্যে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। প্রমোদতরীতে লোকসঙ্গীত ও বাউল গান শোনাবেন স্থানীয় শিল্পীরা।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রমোদতরীটি দিনে ২ বার সমুদ্রে পাড়ি দিলেও পরে তা বাড়ানো হতে পারে। তা ছাড়া জন্মদিনের অনুষ্ঠান-সহ ছোট বড় পার্টির জন্যে প্রমোদতরীটি ভাড়া দেওয়া হবে। অনলাইনেও বুকিং করা যাবে। ভাড়া এখনও ঠিক না হলেও সকলের সাধ্যের মধ্যে থাকবে বলে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ জানিয়েছে।