Digha Sea Beach,ফিটনেস সার্টিফিকেট এলেই সমুদ্রে ভাসবে প্রমোদতরী, এসেছে ডবল ডেকার বাসও – cruise service and double decker bus start digha sea beach soon for tourists


এই সময়, দিঘা: সৈকতে বসে শুধু ঢেউ দেখা নয়, সমুদ্রের বুকেও ভেসে বেড়াতে পারবেন পর্যটকরা। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই পর্যটকদের নিয়ে সমুদ্রে ভাসবে প্রমোদতরী। দিঘায় বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র ভ্রমণকে আকর্ষণীয় করতে পিপিপি মডেলে ‘এমভি নিবেদিতা ’নামে একটি প্রমোদতরী বা ছোট ক্রুজ চালানোর উদ্যোগ নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।গত বছরই চালু হওয়ার কথা ছিল। পরিকাঠামোগত কিছু সমস্যার কারণে তা স্থগিত হয়ে যায়। প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেটের জন্য রাজ্য পরিবহণ দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন কাঁথির এসডিও। নিউ দিঘা ও ওল্ড দিঘা থেকে যাত্রীদের নিয়ে নায়েকালী মন্দিরের কাছে প্রমোদতরীতে পৌঁছনোর জন্য ইতিমধ্যে চলে এসেছে দু’টি ডবল ডেকার বাসও।

দিঘার পূর্ব মুকুন্দপুরের নায়েকালী মন্দিরের কাছে থাকা জেটি থেকে ছাড়া হবে এই ছোট ক্রুজটি। ডবল ডেকের এই ক্রুজটিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয় গত বছর। সাজানো শেষ হয়ে গেলেও জেটিতে পৌঁছনোর রাস্তা পাকা না হওয়া প্রমোদতরী চালুর দিন পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে রাস্তার কাজ শেষ।

পল্টুন জেটি ও নায়েকালী মন্দির থেকে যাতায়াতের কাঠের ব্রিজের কাজও শেষ হয়ে গিয়েছে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, ‘সব কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পর্যটকদের নিয়ে সমুদ্রে পাড়ি দেবে প্রমোদতরীটি।’

Digha : দিঘার রাস্তায় সুসজ্জিত ডবল ডেকার বাস, নতুন পরিষেবা চালুর ভাবনা?

৮০টি আসনের ২ ডেকের এই প্রমোদতরীটি শীতাতপ-নিয়ন্ত্রিত। পর্যটকরা যাতে নানা ধরনের খাবারের স্বাদ নিতে পারেন তার জন্য থাকছে অত্যাধুনিক রেস্তোরাঁ। বিনোদনের জন্যে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। প্রমোদতরীতে লোকসঙ্গীত ও বাউল গান শোনাবেন স্থানীয় শিল্পীরা।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রমোদতরীটি দিনে ২ বার সমুদ্রে পাড়ি দিলেও পরে তা বাড়ানো হতে পারে। তা ছাড়া জন্মদিনের অনুষ্ঠান-সহ ছোট বড় পার্টির জন্যে প্রমোদতরীটি ভাড়া দেওয়া হবে। অনলাইনেও বুকিং করা যাবে। ভাড়া এখনও ঠিক না হলেও সকলের সাধ্যের মধ্যে থাকবে বলে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *