এক বেসরকারি আন্তর্জাতিক বাসের কর্মী প্রদীপ হালদার জানিয়েছেন, যেহেতু যাত্রীরা আসছেন না বাস পরিষেবা বন্ধের মুখে। গতকাল কয়েকটি যাত্রী নিয়ে বাস চললেও আজ কোনও বাসের চাকা গড়ায়নি। একইসঙ্গে ভোগান্তিতে কুলিরাও। তাঁদের বক্তব্য, অভাবের সংসার তার মধ্যে এই অবস্থা। ১৫দিন ধরে বসে আছি। আমাদের সম্পূর্ণ ভাবে নির্ভর করতে হয় আন্তর্জাতিক যাত্রীদের উপর।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরে পণ্য নিয়ে ৭২৪টি ভারতীয় ট্রাক আটকে আছে। যে ট্রাকগুলি আটকে আছে সেগুলিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এদিন। তবে, নতুন করে পণ্য পরিবহণ শুরু হয়নি। আগামী এক-দু’দিনের মধ্যে পণ্য পরিবহণ শুরু হতে পারে বলে আশা করছেন তাঁরা।
অন্যদিকে, মালদা জেলার মহদিপুর সীমান্তে মঙ্গলবার রাত অবধি ৬৪টা গাড়ি বাংলাদেশে খালি হয়ে ভারতে প্রবেশ করেছে। এখনও ১৬৫টি গাড়ি বাংলাদেশে রয়েছে। তবে বুধবার দিনও কড়া নিরাপত্তায় মোড়া ছিল মহদিপুর স্থলবন্দর। বিএসএফের পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে। এদিন বেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুরের জিরো পয়েন্টে দু’দেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়। এরপরেই আমদানি-রপ্তানি শুরু করা হয় বলে জানান মহদিপুর কাস্টম আধিকারিক দেশদুলাল চট্টোপাধ্যায়।
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ব্যবহৃত আরও একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোচবিহারের চ্যাংড়াবান্ধায় অচলাবস্থা তৈরি হয়েছিল। দু’দিন বাণিজ্য বন্ধ থাকার পর চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য শুরু হয়। বুধবার পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশ অভিমুখে রওনা দেয়। পাশাপাশি, বাংলাদেশ থেকেও বেশ কিছু পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকতে শুরু করেছে। সবমিলিয়ে ধীরে ধীরে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কেন্দ্র চ্যাংড়াবান্ধায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।