একাধিক জেলায় আগামী দিনে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ অগস্ট পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ৮ অগস্ট পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হল হাওয়া অফিসের তরফে। ৯ অগস্ট পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১০ থেকে ১৩ অগস্ট পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। বিষদে জানুন এই ভিডিয়োতে।