Vinesh Phogat | Paris Olympics 2024: বুক ভাঙল ১৪০ কোটি দেশবাসীর, অতিরিক্ত ‘ওজন’ কাড়ল ভিনেশের পদক!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতিরিক্তি ওজনের কারণে বক্সিং ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগত। ভারতীয় বক্সার ভিনেশ ফোগতকে ‘অযোগ্য’ ঘোষণা আইওসি-র। কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু এদিন সকালে তাঁর ১০০ গ্রাম ওজন বেশি পাওয়া যায় বলে জানা গিয়েছে। আর তারপরই অলিম্পিক্স কমিটি সিদ্ধান্ত নেয়, অতিরিক্ত ওজনের কারণে তাঁকে ফাইনালে নামতে দেওয়া হবে না। আর এরসাথেই স্বপ্নভঙ্গ হল ১৪০ কোটি দেশবাসীর। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ফোগাত রৌপ্য পদকেও যোগ্য হবেন না আর ৫০ কেজি বিভাগে শুধু সোনা এবং ব্রোঞ্জ পদক বিজয়ীরা থাকবেন।

নিয়ম অনুসারে, কুস্তিগীরদের প্রতিযোগিতার প্রত্যেক দিন নির্দিষ্ট ওজন সীমার মধ্যে থাকতে হয়। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে ফাইনালে পৌঁছানোর পরে মঙ্গলবার রাতে দেখা যায়, ভারতীয় কুস্তিগীর ভিনেশের প্রায় ২ কেজি ওজন বেশি। ওজন কমাতে তিনি পুরো রাত ঘুমাননি। সেইসঙ্গে ওজন কমাতে দৌড়ানো, দড়ি লাফানো এবং সাইকেল চালানো সবকিছু-ই করেন। কিন্তু ওজন কমাতে তা যথেষ্ট হয়নি। এদিন ম্যাচের দিন সকালে ফের ওজন পরীক্ষার সময় দেখা যায়, নির্দিষ্ট সীমার থেকে তখনও ১০০ গ্রাম ওজন বেশি ভিনেশ ফোগতের। সূত্রের খবর, ভারতীয় প্রতিনিধি দল তাঁকে শেষ ১০০ গ্রাম কমানোর সুযোগ দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছিল। কিন্তু তাদের সেই অনুরোধ কানে তোলেনি অলিম্পিক্স কর্তৃপক্ষ।

এটি প্রথমবার নয় যখন ফোগাটের জন্য ৫০ কেজি ওজন বিভাগে ওজন করা কঠিন হয়েছে, যা তিনি সাধারণত প্রতিযোগিতা করেন ৫৩ কেজি বিভাগের তুলনায় কম। অলিম্পিকের কোয়ালিফাইয়ারদের সময়ও তিনি প্রায় সীমা অতিক্রম করেছিলেন।
মঙ্গলবার, ফোগাট অলিম্পিকে ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হন। সোনা জয়ের লড়াইয়ের পথে, তিনি জাপানের বিশ্ব নম্বর ১ এবং ফেভারিট ইউই সুসাকিকে পরাজিত করেছিলেন এবং ইউক্রেন এবং কিউবার কুস্তিগীরদের বিপক্ষে দুটি কৌশলগতভাবে অসাধারণ জয়ও পেয়েছিলেন।
তিনি ফাইনালে সারা হিল্ডেব্র্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছিলেন, যিনি ফোগাটের বিপক্ষে একটি ভাল রেকর্ড রেখেছেন। কিন্তু সুইডেনের কুস্তিগীর এখন স্বর্ণ পদক পাবেন এবং ফোগাট খালি হাতে ফিরবেন।

আরও পড়ুন, Vinesh Phogat | Paris Olympics 2024: সাবাশ ফাইটার, অলিম্পিক্স ফাইনালে উঠে ইতিহাস ‘দঙ্গল’ কন্যা ভিনেশের, আসছেই সোনা বা রুপো!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *