West Bengal Cabinet : রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, দায়িত্ব বাড়ল বাবুল-চন্দ্রিমার – west bengal cabinet ministry changes chandrima bhattacharya babul supriyo got extra charges


লোকসভা নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভায় রদবদল হল বুধবার। কয়েকদিন ধরেই রাজভবেন রদবদল সংক্রান্ত ফাইল পড়েছিল। বুধবার সেই ফাইল স্বাক্ষর করে ছেড়েছেন রাজ্যপাল। এরপরেই নবান্ন থেকে মন্ত্রিসভা রদবদল নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।নয়া তালিকা অনুযায়ী, সেচ ও জলপথ পরিবহণ দপ্তরের নতুন মন্ত্রী হলেন মানস ভুঁইয়া। জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি। দায়িত্ব বাড়ল তাঁর। এবার থেকে অতিরিক্ত সেচ ও জলপথ পরিবহণ দপ্তরের দায়িত্ব সামলাতে হবে তাঁকে। মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্যর। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি। সেই সঙ্গে পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

আগে পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলেন মহম্মদ গোলাম রব্বানি। তাঁকে পাঠানো হল অচিরাচরিত শক্তি দপ্তরে। অন্যদিকে, নতুন মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল বাবুল সুপ্রিয়র। তথ্যপ্রযুক্তি দপ্তরের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেলেন তিনি।

ফ্যাশন ইউনিভার্সিটি হচ্ছে সুকনায়, ভিজিটর মুখ্যমন্ত্রী
সম্প্রতি, রাজ্যের কারা দপ্তর থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী অখিল গিরি। কিছু বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে পদত্যাগ করতে বলা হয়। সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। তবে, কারা দপ্তরে নতুন করে কাউকে মন্ত্রী করা হয়নি। কারা দপ্তরের মন্ত্রী কে হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *