আরজিকর মেডিক্যাল কলেজ,আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু – lady doctor mysterious death at rg kar medical college hospital


আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রেনি চিকিৎসকের রহস্যমৃত্যু। চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় শুক্রবার সকালে। ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।শুক্রবার সকালে আরজি করে এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিন জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে দেহ উদ্ধার করা হয়েছে। ওই চিকিৎসক সেকেন্ড ইয়ারের ট্রেনি ছিল বলে খবর। নাইট ডিউটিতে ছিলেন ওই ডাক্তার। মৃতর বাড়ি সোদপুরে, পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বলে খবর।

পুলিশ জানিয়েছে, মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ। চারতলায় কোনও সিসিটিভি ছিল কিনা খতিয়ে দেওয়া হচ্ছে। মহিলা চিকিৎসকের সঙ্গে কারও হাতাহাতি হয়েছিল কিনা, কী ভাবে এই ঘটনা ঘটল, সেটা দেখা হচ্ছে। মহিলা চিকিৎসকের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কিছু মন্তব্য করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *