প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লড়াকু সত্ত্বার কথা কারও অজানা নয়। শুধু রাজনৈতিক লড়াই নয়, অসুস্থতাকেও জয় করে তিনি বারবার জিতেছেন জীবনযুদ্ধে। এখনই বুদ্ধ অধ্যায়ে যতিচ্ছেদ পড়বে তা কেউই আশা করেননি (Ashok Bhattacharya CPIM Leader)। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে শোকার্ত বাম নেতা অশোক ভট্টাচার্যের মনে আজ হাজারও স্মৃতি ভিড় করছে। বুদ্ধদেব ভট্টাচার্যের মনে বিশেষ জায়গা ছিল উত্তরবঙ্গের, এমনটাই জানান বাম নেতা অশোক। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর মিলতেই চমকে ওঠেন। এরপরই বাড়ি থেকে সোজা চলে আসেন দার্জিলিং জেলা বামফ্রন্টের কার্যালয়ে। তিনি বলেন, ‘সব দিক দিয়েই অপূরণীয় ক্ষতি হয়ে গেল। চিরদিন তাঁকে মনে রাখবো। অসুস্থ হওয়ার পরও কমলালেবু খেতে চাইতেন।’ আর কী কী বললেন? বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।