Skip to content
শেওড়াফুলি স্টেশনে ঢোকার মুখে ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটলো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে (Seoraphuli Station)। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে হঠাৎ প্যান্টোগ্রাফ ভেঙে যায়। প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়ে যায়। খবর পেতেই সেখানে পৌঁছয় রেলের আধিকারিকরা। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়াররা (Pantograph Breaking News)। দ্রুত ট্রেনটিকে সচল করার ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল। তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিস্তারিত রইল ভিডিয়োতে।
Source link