Hooghly : পরীক্ষা দিয়ে ফিরে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের – two hooghly school students expired drowning in local pond


পরীক্ষা শেষ করে পুকুরে স্নান করতে গিয়েছিল দুই বন্ধু। মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের। পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু দুই নাবালকের। মৃত দুই স্কুল ছাত্রের নাম সায়ন নাথ এবং উজান ঘোষ। পুকুর থেকে উদ্ধার করে দু’জনকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ছাত্র কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণিতে পাঠরত ছিল। আজ, শুক্রবার প্রথমার্ধে ইতিহাস পরীক্ষা ছিল দু’জনের। পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় তারা। স্থানীয়রা জানান, বাকিরা স্নান করে উঠে গেলেও ওই দু’জন তলিয়ে যায়। দু’জনকে ডুবে যেতে দেখে স্থানীয়দের খবর দেয় স্কুলেরই ছাত্ররা।

পরে দুই ছাত্রকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া নয়। সেখানেই চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করছিল ছাত্ররা। এই দুই ছাত্র কোমরে থার্মোকল না বাঁধার কারণেই বিপত্তি, সন্দেহ স্থানীয়দের।

স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানান,আজ পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে।পৌনে একটা নাগাদ আমরা খবর পাই। পুকুরে গিয়ে দেখি স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। এক ছাত্রকে পাঁচ মিনিট পর উদ্ধার করা হয়। আরেকজনকে দেরিতে পাওয়া যায়।

BJP West Bengal : বিজেপি সহ সভাপতিকে হেনস্থার অভিযোগ, কড়া পদক্ষেপ গেরুয়া শিবিরের
স্কুলের এক ছাত্র জানায় সপ্তম শ্রেণীর পরীক্ষা প্রথমার্ধে ছিল। ওরা প্রায়ই ওই পুকুরে স্নান করত। কোমরে থার্মোকল বেঁধে নামতো অনেকেই। সাঁতার জানত না। তবে, এদিন কোনওভাবে দুর্ঘটনা ঘটে যায়। মৃত ছাত্র উজানের মা সোনালী ঘোষ বলেন, ‘স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেনি ছেলে। ওর বাবা ফোন করে বলল হাসপাতালে আসতে। আমাকে দেখতে দেয়নি।’ দুই ছাত্রের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন যুই পরিবারের সদস্যরা। নাবালকের মৃত্যুতে শোকগ্রস্ত এলাকার বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *