Mamata Banerjee : ‘অ্যাকডেমি করে প্লেয়ার তৈরি, ২০ বছর আগেই পরিকল্পনা করেছিলাম’ মন্তব্য মমতার – cm mamata banerjee express her wish to jhargram athletics and share her thoughts about india olympics performance


ঝাড়গ্রামের সভা থেকে পুরনো দিনের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মমতাই খেলোয়াড়দের উন্নয়ন নিয়ে রূপরেখা তৈরি করেন। অলিম্পিক্সে ভারতের বর্তমান উজ্জ্বল চিত্রের শুরুটা তাঁর হাত ধরেই হয়েছিল (Mamata Banerjee Jhargram Meeting)। সেই কথা মনে করিয়ে দিয়ে মমতা সভা থেকে বলেন, ‘অ্যাকডেমি করে প্লেয়ার তৈরি, ২০ বছর আগেই পরিকল্পনা করেছিলাম’। পাশাপাশি তিরন্দাজিতে ঝাড়গ্রামের মেয়েরাও অলিম্পিক্স পদক জিতে আনবে আগামীদিনে, এমনটাই স্বপ্ন দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিক্সে যাবে। তারা অলিম্পিক্স জয় করবে।’ আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *