শুক্রবার সকালে আরজি করে এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃত্যুর কারণ ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিন জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ওই চিকিৎসক সেকেন্ড ইয়ারের ট্রেনি ছিল বলে খবর।। মৃতের বাড়ি সোদপুরে, পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বলে খবর। নাইট ডিউটিতে থাকাকালিন কীভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? এই নিয়ে কার্যত গোটা রাজ্য তোলপাড়। এর প্রতিবাদে বাকি চিকিৎসকরা অবিলম্বে কর্তৃপক্ষের ইস্তফা দাবি করছেন। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। আসুন দেখে নিন এই ভিডিয়ো।