Train Time Table : শিয়ালদা ও হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের – several local trains from sealdah howrah cancel notice by eastern railway


সপ্তাহের শেষে ফের লোকাল ট্রেনে বাতিলের কারণে ভোগান্তির সম্ভাবনা যাত্রীদের। রেল লাইনে কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান শাখাতেও ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পূর্ব রেল সূত্রে খবর, শনিবার এবং রবিবার শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বনগাঁ সহ একাধিক শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাতে দমদম জংশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যে কারণে বেশ কিছু ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিয়ালদা থেকে শনিবার কোন ট্রেন বাতিল?

শনিবার শিয়ালদা-ডানকুনি (৩২২৪৯) এবং ডাউন ডানকুনি-শিয়ালদা (৩২২৫২) ট্রেন দুটি বাতিল করা হয়েছে।

রবিবার কোন ট্রেন বাতিল?

রবিবার আপ শিয়ালদা-হাসনাবাদ (৩৩৬৫১), ডাউন হাসনাবাদ-শিয়ালদা (৩৩৬৫২), আপ শিয়ালদা-ডানকুনি (৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭) বাতিল থাকবে। এছাড়াও আপ শিয়ালদা-বনগাঁ (৩৩৮১১), ডাউন বনগাঁ-শিয়ালদা (৩৩৮১৭, ৩৩৮৩৪, ৩৩৮২৬), ডাউন শিয়ালদা-দত্তপুকুর (৩৩৬১২, ৩৩৬১৬), আপ বারাসত-দত্তপুকুর (৩৩৩৫৭), আপ শিয়ালদা-বারাসত (৩৩৪৩১), ডাউন বারাসত-শিয়ালদা (৩৩৪৩২), ডাউন শিয়ালদা-নৈহাটি (৩১৪২২), আপ বিবাদি বাগ-শিয়ালদা (৩৪১১৭) লোকাল এই কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রাপথ সংক্ষিপ্ত কোন ট্রেনের?

ট্রেন বাতিলের পাশাপশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার ৩৩৮৬০ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল শিয়ালদা পর্যন্ত না গিয়ে বারাসত পর্যন্ত যাবে। অন্যদিকে, ৩৩৮৬৩ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদার পরিবর্তে বারাসত থেকে ছাড়বে। রবিবারও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর মধ্যে ৩১০৫১ আপ বজবজ-নৈহাটি লোকাল নৈহাটির পরিবর্তে শিয়ালদা পর্যন্ত যাবে। ৩১০৫২ ডাউন নৈহাটি-বজবজ লোকাল বজবজের পরিবর্তে শিয়ালদা পর্যন্ত যাবে। নির্দিষ্ট এই ট্রেনগুলো ছাড়াও একাধিক শিয়ালদা-বনগাঁ, বনগাঁ-শিয়ালদা, হাসনাবাদ-শিয়ালদা, শিয়ালদা-হাসনাবাদ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

ট্রেনের যাত্রাপথ পরিবর্তন

শনিবার ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি, দমদমের পরিবর্তে ব্যান্ডেল, নৈহাটি, দমদম হয়ে যাবে। ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ডানকুনির পরিবর্তে ব্যান্ডেল, নৈহাটি, দমদম হয়ে যাবে। ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস একইভাবে ব্যান্ডেল, নৈহাটি, দমদম হয়ে যাবে।
এয়ারপোর্ট পার করে বিরাটির পথে মেট্রো, ইয়েলো লাইন
হাওড়া লাইনে
কোন ট্রেন বাতিল?

হাওড়া লাইনে হাওড়া-বর্ধমান শাখায় জাউগ্রাম ও গুড়াপ স্টেশনের কাছে পাওয়ার ব্লক থাকবে। রেল লাইনে মেরামতির কাজ চলবে আগামী ৫/৬ অক্টোবর পর্যন্ত। সেই কারণে হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল (কর্ড লাইন) আপ ৩৬৮১১ এবং ডাউন ৩৬৮১২ ট্রেন দুটি আগামী ১০ অগস্ট, ১৩, ১৬, ১৮, ২১, ২৩, ২৫, ২৮, ৩০ অগস্ট, ১ সেপ্টেম্বর, ৪, ৬, ৮, ১১, ১৩, ১৫, ২০, ২২, ২৫, ২৭, ২৯ সেপ্টেম্বর, ২ অক্টোবর, ৪, ৬ অক্টোবর বাতিল থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *