ডায়মন্ড হারবারে বিশেষ বৈঠক অভিষেকের, ‘উন্নয়ন মডেল’-এ চোখ – abhishek banerjee is conducting a high level meeting at diamond harbour today


সংসদে তিনি ঝাঁঝালো আক্রমণ করেছেন বিজেপিকে। দিল্লির রাজনৈতিক মহলজুড়ে তাঁর বক্তব্য নিয়ে বিস্তর চর্চা চলেছে। সম্প্রতি লোকসভার অধিবেশন সেরে রাজ্যে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার, ১০ অগস্ট নিজের নির্বাচনী কেন্দ্রে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন তিনি। এ দিন বিকেল ৪টার সময়ে আমতলায় শুরু হয় সেই বৈঠক।এই পর্যালোচনা বৈঠকে কী নিয়ে চলছে আলোচনা? সূত্রের খবর, নিজের নির্বাচনী কেন্দ্রের বিধায়কদের উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অভিষেক। আগামীদিনে কী ভাবে এলাকার উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তা নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাস ছয়েক আগে ডায়মন্ড হারবারে সাংসদ তহবিল এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের আওতায় কী কাজ হয়েছে, তা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দিতে রীতিমতো ‘হিমশিম’ খেয়েছিল বিজেপি। সবার শেষে ওই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে গেরুয়া শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে পদ্ম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিজিৎ দাস (ববি)।

কিন্তু, নির্বাচনে হালে সামান্যতম পানি পাননি তিনি। ২০২৪-এ ফের একবার সবুজ ঝড় ওঠে ডায়মন্ড হারবারে। ৭ লাখের ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জয়ের পর আমতলায় তাঁর সংসদীয় অফিসে গিয়ে এলাকার নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। ধন্যবাদ জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের বাসিন্দাদের। ডায়মন্ড হারবারে উন্নয়নের কাজে গতি আনতে এ দিনের বৈঠকে বড় বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। উল্লেখ্য, উন্নয়নের নিরিখে ‘ডায়মন্ড হারবার মডেল’ বিভিন্ন সময় আলোচনার শীর্ষে উঠে এসেছে। একাধিক পদক্ষেপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে প্রশংসা শোনা গিয়েছে বিশেষজ্ঞদের কণ্ঠে। এবার নিজের সংসদীয় এলাকার উন্নয়নের জন্য কি নতুন কোনও পদক্ষেপ করবেন অভিষেক? এখন সেই দিকেই সব নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *