Bus In Kolkata,পুরনো পারমিটে নয়া গাড়ি নয় স্ক্র্যাপ সার্টিফিকেট ছাড়া, নির্দেশ পরিবহণ দপ্তরের – wb transport department order no new vehicle on old permit accept scrap certificate


এই সময়: গণপরিবহণে যুক্ত ১৫ বছরের পুরোনো যানবাহন সরকারের অনুমোদিত স্ক্র্যাপ ইয়ার্ডেই নষ্ট করতে হবে। তবেই পুরোনো পারমিটে নতুন গাড়ি চালানোর অনুমতি দেবে পরিবহণ দপ্তর। ১৫ বছরের পুরোনো গাড়ি নষ্ট করে তার সার্টিফিকেট নিতে হবে। তার পরই একই রুটের পারমিট নতুন গাড়িতে ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার সেই মর্মে নির্দেশিকা জারি করেছে পরিবহণ দপ্তর।এক বছরে একলপ্তে প্রায় ১২০০ বেসরকারি বাসের ১৫ বছর পূর্ণ হওয়ার কথা। এক সঙ্গে এত বাস নষ্ট করে ফেলার মতো পরিকাঠামো রাজ্যে নেই। সেই জন্য কলকাতা-সহ সব জেলাতেই একটি করে স্ক্র্যাপ ইয়ার্ড বা কালেকশন সেন্টার তৈরি হবে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে যে, গাড়ির কর, বিমা এবং অন্যান্য বিষয়গুলি আপডেট না হলে ‘বাহন’ পোর্টালে পুরোনো গাড়ির বদলে নতুন গাড়ির এন্ট্রি করা যায় না।

তাই এত বেশি সংখ্যক গাড়ির বদলে নতুন গাড়ি না নামানো হলে, গণপরিবহণে সমস্যা হবে। সেই জন্যই নতুন স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি করা হবে। আগে এক সঙ্গে এত বেশি সংখ্যক গাড়ি বাতিল হয়নি। সাধারণত এই গাড়িগুলি ম্যানুয়ালি নষ্ট করা হয়। সেখানে গাড়ির স্যাশি কেটে তার নম্বর-সহ সেটি আঞ্চলিক পরিবহণ দপ্তরে জমা করতে হয়।

তার পরেই পুরোনো রুট পারমিটে নতুন গাড়ি নামানোর অনুমোদন দেওয়া হয়। এ বার যে স্ক্র্যাপ ইয়ার্ডগুলি তৈরি করা হবে, সেগুলি হবে পুরোপুরি স্বয়ংক্রিয়। বেসরকারি যে কোনও সংস্থা এই স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি করতে পারবে। তবে তার জন্য পরিবহণ দপ্তরের লাইসেন্স লাগবে।

টোটোতে নতুন পলিসির বৈধতায় সায় মুখ্যমন্ত্রীর, এক ছাতার তলায় সব পরিবহণ?

বিমা বা কর আপডেট করা না থাকলে যে হেতু পুরোনো গাড়ির নষ্ট করার তথ্য বাহন পোর্টাল বা অ্যাপে এন্ট্রি করা যাবে না, তাই পরিবহণ দপ্তরের আধিকারিকেরা তা ম্যানুয়ালি করবেন। গাড়ি যখন নষ্ট করে ফেলা হবে, তখন কোনও সরকারি আধিকারিককে সেখানে উপস্থিত থাকতে হবে। এখন একমাত্র হাওড়াতেই আধুনিক স্ক্র্যাপ ইয়ার্ড রয়েছে।

পরিবহণ দপ্তর জানিয়েছে, আরটিও অফিস থেকে ২৫ কিলোমিটারের মধ্যে একটি স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি করা হবে। যদি কোনও জেলায় তা না থাকে, তা হলে কাছাকাছি কোনও কেন্দ্রে তা করা যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *