RG Kar,’হাতের লেখা মুক্তো, কী অমায়িক ব্যবহার!’ বাকরুদ্ধ মৃত চিকিৎসকের প্রাক্তন সহকর্মীরা – rg kar doctor demise mourning by madhyamgram matrisadan health workers


করোনা কালে অমানসিক পরিশ্রম করে মানুষকে পরিষেবা দিয়েছেন। সকলের সঙ্গে অমায়িক ব্যবহার করতেন। জখম রোগীদের ‘স্টিচ’ (সেলাই করা) করা মুগ্ধ হয়ে দেখতেন বাকি নার্সরা। আরজি কর হাসপাতালে যাওয়ার আগে মধ্যমগ্রাম মাতৃসদনে কাজ করে গিয়েছেন বেশ কিছুদিন তিনি। তাঁর নৃশংস হত্যার খবর নাড়িয়ে দিয়েছে সকলকে। ভেঙে পড়েছেন আরজি কর হাসপাতালের মৃত চিকিৎসকের পুরনো সহকর্মীরা।আরজি কর হাসপাতালে যাওয়ার আগেই মধ্যমগ্রাম মাতৃসদন অর্থাৎ নেতাজি সুভাষ চন্দ্র বোস স্পেশালাইজড এন্ড রিসার্চ সেন্টার হাসপাতালে কর্মরত ছিলেন ওই ডাক্তারি পড়ুয়া। পুরসভার অধীনস্থ এই হাসপাতেলেই তিনি চিকিৎসক হিসেবে ছিলেন। সহকর্মীরা শুক্রবারের ঘটনার শোনার পর থেকেই মর্মাহত। চোখে জল ধরে রাখতে পারছেন না অনেকেই। মিতভাষী মিষ্টি স্বভাবের সেই চিকিৎসকের এই পরিণতি! বিশ্বাসই যেন হচ্ছে না।

হাসপাতালের অনেকেই বলছেন, ‘তাঁর মতো মেয়ে আর পাওয়া যাবে না। তাঁর ব্যবহার, তাঁর চিকিৎসা, রোগীদের বোঝানো ছিল অনবদ্য। তিনি যখন জরুরি বিভাগে ডিউটি করেছেন, জখম রোগীদের স্টিচ বা সেলাই দেখে অন্যান্য সিস্টার-নার্সরা মুগ্ধ হতেন।’ এত ভালো স্টিচ করতে পারেন কতজন ডাক্তার? খুবই গুণী ছিলেন তিনি, মত সকলেরই।

RG Kar Doctor Death : আরজি করকাণ্ডে গ্রেফতার এক, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত অভিযুক্ত

প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার, সময়মত ডিউটিতে আসা তাঁর স্বভাবে ছিল। সর্বশেষ আইসিইউতে তিনি দায়িত্বভার মাথা উঁচু করে সুনামের সহিত সামলে গিয়েছেন। তিনি যখন আরজি কর হাসপাতালে চলে গেলেন মাতৃসদন ছেড়ে, তখন সবাই ভারাক্রান্ত হয়েছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বোস স্পেশালাইজড এন্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ পঙ্কজ কান্তি চন্দ্র বলেন, ‘আমি এখানে আসার আগে উনি (আরজি করের ঘটনায় পরীটা চিকিৎসক) এখানে কর্মরত ছিলেন। ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি। তবে, এখানে এসে সকলের মুখে ওঁর কথা শুনেছি। ভাবতেই পারছি না, ওঁর এরকম পরিণতি হল!’ আইসিসিইউর সিস্টার বলেন, ‘ওঁর সঙ্গে অনেকদিন কাজ করেছি। হাতের লেখা ছিল মুক্তোর মতো। সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন।’

‘নৃশংস হত্যার একাধিক প্রমাণ রয়েছে’, কী জানালেন ফরেনসিক বিশেষজ্ঞ?
ওয়ার্ড মাস্টার সুখেশ রায় জানান, ২০১৯ সাল থেকে করোনার সময়ে দায়িত্ব নিয়ে তিনি পরিষেবা দিয়ে গিয়েছেন। তাঁর মতো চিকিৎসক কম দেখা গিয়েছে। তাঁকে হারিয়ে আমরা সকলেই মর্মাহত। এই জঘন্য অপরাধের কী ধরনের শাস্তি হলে ডাক্তার পড়ুয়ার আত্মার শান্তি পাবে? হাসপাতালের অন্যান্য স্বাস্থ্য কর্মীরাও জানালেন, ‘অনেকেই হাসপাতালে আসেন,দায়িত্ব সামলান। আবার অন্যত্রে চলেও যান। কিন্তু তাঁর ব্যবহার, তাঁর কাজ মনে রাখার মতো।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *