অন্যদিকে, হাসপাতালের ভেতর এক মহিলা চিকিৎসকের ঘটনার প্রতিবাদের হাওয়া বইছে গোটা দেশে। ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আইএমএ। এদিন আইএমএ-র তরফে বলা হয়, আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার কক্ষে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে৷ হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? আইএমএ প্রশ্ন তোলে, কেন কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি? বাইরের লোক সেই হলে ঢুকে যায় কী করে? এরকম একাধিক প্রশ্ন তোলা হয়।
আইএমএ একটি বিবৃতি দিয়ে জানায়, ‘আমরা এই ঘটনায় হতবাক. বিধ্বস্ত বোধ করছি ৷ আমরা দেশের সকল চিকিৎসককে প্রতিবাদ ও শোকপ্রকাশের প্রতীক হিসেবে হাতে কালো ব্যাজ পরতে অনুরোধ করছি।’ IMA-এর পাশাপশি এই জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততার সঙ্গে ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে সঞ্জয় রায় নামে অভিযুক্ত ১১টা নাগাদ একবার মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের আবাসনে ঢুকেছিল। কিছুক্ষণ পরে সে বেরিয়ে যায়। এরপর মধ্যরাতের দিকে সে আবার হাসপাতালে প্রবেশ করে। অভিযুক্ত মত্ত অবস্থা ছিল বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের জেরায় সে নিজের দোষ শিকার করেছে বলেও খবর। তবে, এই জঘন্যতম অপরাধ করার পরেও সে অনুতপ্ত নয় বলে পুলিশি জেরায় উঠে এসেছে।