Abhishek Banerjee On RG Kar Incident : আরজি করের ঘটনা নিয়ে গর্জে উঠলেন অভিষেক – abhishek banerjee comments on rg kar doctor death incident demanding speedy justice watch video


আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শনিবার সেই প্রসঙ্গে পুলিশকে কৃতিত্ব দিলেন তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (RG Kar Doctor’s Death Incident)। তিনি বলেন, ‘পুলিশ অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে। তবে আমি বলব, সুরক্ষার প্রশ্নে আরও কঠোর হতে হবে।’ যে অপরাধ আরজি করের চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ঘটেছে, তাকে ‘নারকীয়’ বলে উল্লেখ করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘এই কাজ যারা করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।’ এই ধরনের অপরাধ করলে, অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত বলে স্পষ্ট জানালেন তৃণমূল সাংসদ। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *