Amar Sangi Serial: ছলচাতুরি করছে নীল, সত্যিটা জানলে কি ‘অমর সঙ্গী’ থাকবে শ্যামৌপ্তি? – neel bhattacharya and shyamoupti mudly new bengali serial amar sangi starts from august 12 watch video


ছোট পর্দায় এবার আসছে অমর সঙ্গী। নামটা শুনলেই মনে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিজয়েতা পণ্ডিতের সেই কাল্ট সিনেমার কথা। যদিও নির্মাতাদের দাবি, নাম ছাড়া বুম্বাদার সেই সিনেমার সঙ্গে কোনও মিলই নেই এই প্রেমকাহিনির। রাজ ও শ্রীয়ের নিখাদ ভালোবাসার গল্প বলতে আসছে এই ধারাবাহিক। অভিনয়ে আছেন নীল শ্যামোপ্তি। প্রোমেতেই দেখা গিয়েছে ধারাবাহিকের নায়ক রাজ ছল-চাতুরি করে ভাড়া করা গাড়ি, ভাড়া করা জামা কাপড় পরে নায়িকা মন পাওয়ার চেষ্টা করেন। তবে তাঁর উদ্দেশ্য ঠকানো নয়, বরং সে স্বপ্ন দেখে একদিন তাঁরও এমন বড় গাড়ি ও বাড়ি হবে। কিন্তু রাজের মনের মানুষ শ্রী যখন জানতে পারবে এইসব কাণ্ড তখন কী হবে তাদের ভালোবাসার? এই গল্পে রাজ ও শ্রী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্র রাজের মা ও বোন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *