Bhatar State General Hospital,ভাতারে মহিলা চিকিৎককে হুমকি, সিভিক ভলান্টিয়ারের ৫ দিনের পুলিশ হেফাজত – civic volunteer who allegedly threaten bhatar state general hospital doctor has sent for 5 days police custody


আরজি করের ঘটনায় যখন গোটা রাজ্য তোলপাড় সেই সময়ে পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। শনিবারই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সুশান্ত রায়কে। রবিবার তাকে পেশ করা হয় বর্ধমান আদালতে। ভারতীয় ন্যায় সংহিতার ২২১,১৩২,৩৫২ ও ৩৫২(২)ধারায় মামলা রুজু করে সুশান্ত রায়কে সাত দিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল ভাতার থানার পুলিশ। আদালত এ দিন তাকে পাঁচ দিন পুলিশ হেফাজত রাখার নির্দেশ দেয়।অভিযোগ, শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিল ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময়ই কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ শুরু করে সে। শুধু তাই নয়, ওই মহিলা চিকিৎসককে হুমকিও দেয় সুশান্ত, অভিযোগ এমনটাই। মহিলা চিকিৎসকের দাবি, ‘ওই সিভিক ভলান্টিয়ার বলে গতকাল আরজি করে কী হয়েছে দেখেছেন তো? তা আপনার সঙ্গেও করে দেব।’

ভয় পেয়ে তিনি বিষয়টি অন্যান্য সহকর্মীদের জানান। থানায় দায়ের করেন লিখিত অভিযোগও। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। শনিবার ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকেরা নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে থানায় ডেপুটেশন জমা দেন। জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী শনিবার ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘এক মদ্যপ সিভিক ভলান্টিয়ার শুক্রবার মহিলা চিকিৎসককে হুমকি দেয়। এরপরেই চিকিৎসক, নার্সরা ভাতার থানায় ডেপুটেশন দিয়েছেন সুরক্ষার দাবিতে।’ আরজি করকাণ্ডের মধ্যেই এই ঘটনায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলান্টিয়ার। এরপরেই চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে রাজ্যজুড়ে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেও একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *