আরজি কর হাসপাতাল জুড়ে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে সব জায়গায় সিসিটিভি নেই, সেখানে নতুন করে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও চিকিৎসকদের টানা ডিউটির পর যে ডিউটি রুমে থাকেনড্রেস কোড-আই কার্ড নিয়ে কড়াকড়ি, আরজি করে নিরাপত্তায় একাধিক পদক্ষেপ, সেগুলি মেরামত করার বিষয়ে জোর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মহিলাদের পর্যাপ্ত শৌচাগার করার ব্যবস্থা করা হচ্ছে। গেটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশকে কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন সবাই।
এদিকে, সঞ্জয় রায় নামে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তার গতিবিধি নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে অবাধ যাতায়াত ছিল সঞ্জয়ের। পুলিশ লেখা টিশার্ট পরে সঞ্জয় হাসপাতালে যাতায়াত করতো বলেও জানতে পারা গিয়েছে। সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিল বলে আগেই জানতে পারা গিয়েছিল। ‘পুলিশ’ লেখা টি-শার্ট পরে সঞ্জয় হাসপাতালে দাপিয়ে বেড়াতো কী করে, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও, সঞ্জয় সিভিক পুলিশে কাজ করতো কিনা, সে ব্যাপারে কলকাতা পুলিশের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। উল্লেখ্য, শুক্রবার হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে এক মহিলাচিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।