আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সঞ্জয় রায়। মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় তদন্তের জন্য কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা sit গঠন করা হয়েছে। সিপি ক্রাইম (ভারপ্রাপ্ত) মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করেছে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার মহিলা জুনিয়র চিকিৎসকের সঙ্গে নাইট ডিউটিতে যারা উপস্থিত ছিলেন এবং রাতে ওই সেমিনার হল বা তার আশপাশে যারা উপস্থিত ছিলেন, প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করছে sit। যুবতী চিকিৎসকের রহস্যমৃত্যুতে জেলায় জেলায় ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছিল। মধ্যমগ্রামের হাসপাতালে আগে কর্মরত ছিলেন এই চিকিৎসক। সেখানে মৃত চিকিৎসকের প্রাক্তন সহকর্মীদের প্রতিক্রিয়া জেনে নিন এই ভিডিয়োতে।