West Bengal Latest News,শিবমন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের পিষল ‘বেপরোয়া’ গাড়ি, মৃত ৬ – a major accident happened in nh 31 know details


সোমবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। মাসের শেষ সোমবার দুর্ঘটনায় মৃত্যু হল ৬ পুর্ণ্যার্থীর। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরা ভুট্টাবাড়ি সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, ১১ জনের একটি পুণ্যার্থীর দল বাগডোগরা জংলিবাবা মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে। সেই সময়ে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুণ্যার্থীর দলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় জনের। বাগডোগরার এশিয়ান হাইওয়ের ২-এর কাছে ব্যাপক উত্তেজনা দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে।এই ঘটনার পর গাড়িটি নয়নজুলিতে পড়ে যায়। গুরুতর জখম হন ওই গাড়িতে থাকা ব্যক্তিরা। এদিকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এই দুর্ঘটনায় মৃতদের নাম গোবিন্দ চৌধুরী, অমলেশ চৌধুরী, প্রহ্লাদ রায়, কনক বর্মণ, প্রণব রায়, হিমেশ রায় চৌধুরী। প্রত্যেকেই তাঁরা ফাঁসিদেওয়ার দানগছ ও গোকুলজোতের বাসিন্দা। আহত গাড়ি চালককেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, ফাঁসিদেওয়ার বিডিও। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। এই ঘটনার পর মৃতদের পরিবার এবং এলাকার লোকজন ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন। টানা দেড় ঘণ্টা অবরোধ করার পর পুলিশ হস্তক্ষেপ করে।

মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়। এরপর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। কী ভাবে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারাল? যান্ত্রিক ত্রুটি নাকি চালকের গাফিলতি? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অতিরিক্ত ছিল। আর সেই কারণেই তা নিয়ন্ত্রণ হারায়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। উল্লেখ্য, উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় যাতে গাড়ি সাবধানে চালানো হয় সেই বিষয়ে বারবার পুলিশের তরফে সচেতন করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *