বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালিয়ে আসছিল প্রতারকরা। একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম সুপ্রিয় সাহা ওরফে আকাশ এবং জয়দীপ দে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, ডেবিট কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও দুটি মোটর সাইকেল।
পুলিশের তরফে অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে নির্দিষ্ট ওই ব্যাঙ্কে কাজ বা চাকরি দেওয়ার টোপ দিত ওই প্রতারকরা। চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তোলা হতো। দীর্ঘদিন ধরেই এই আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। একাধিক ব্যক্তি চাকরি পাওয়ার লোভে টাকা দিয়ে প্রতারণার শিকার হন।
উল্লেখ্য, কয়েক মাস আগেই উত্তরপ্রদেশের পুলিশের পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। প্রতারক ওই ব্যক্তিকে মাদক দ্রব্য পাচারের অভিযোগ তুলে তাঁকে হুমকি থাকেন। পুলিশকর্তার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ ছিল। এরকম আরও একাধিক সাইবার প্রতারণার ঘটনা ঘটছে জেলায়। নাগরিকদের আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমারসানী রাজ।