Bank Jobs : ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ, বড় চক্রের হদিশ নদিয়ায় – ranaghat police arrested two persons for bandhan bank fake recruitment racket


নিত্যু নতুন সাইবার প্রতারণার ঘটনাটি ঘটছে একাধিক জেলায়। কখনও বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার নামে ফোন করে আবার কখনও লোভনীয় জিনিসের টোপ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার করছেন দুষ্কৃতীরা। এবার ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে প্রতারণা নদিয়া জেলায়। ঘটনায় দু’জন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।সাইবার প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপ রানাঘাট পুলিশের। সাইবার ক্রাইম-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশের জালে গ্রেফতার ২ অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার পিএস কুপার্স ক্যাম্পের সূর্যনগর এলাকায় অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালিয়ে আসছিল প্রতারকরা। একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম সুপ্রিয় সাহা ওরফে আকাশ এবং জয়দীপ দে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, ডেবিট কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও দুটি মোটর সাইকেল।

পুলিশের তরফে অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে নির্দিষ্ট ওই ব্যাঙ্কে কাজ বা চাকরি দেওয়ার টোপ দিত ওই প্রতারকরা। চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তোলা হতো। দীর্ঘদিন ধরেই এই আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। একাধিক ব্যক্তি চাকরি পাওয়ার লোভে টাকা দিয়ে প্রতারণার শিকার হন।

ছকভাঙা পেশায় আগ্রহ বাড়ছে জেন-জ়েডদের
উল্লেখ্য, কয়েক মাস আগেই উত্তরপ্রদেশের পুলিশের পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। প্রতারক ওই ব্যক্তিকে মাদক দ্রব্য পাচারের অভিযোগ তুলে তাঁকে হুমকি থাকেন। পুলিশকর্তার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ ছিল। এরকম আরও একাধিক সাইবার প্রতারণার ঘটনা ঘটছে জেলায়। নাগরিকদের আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমারসানী রাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *