অন্যদিকে, কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার কেস ডায়েরি জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আরজি কর মামলার কেস ডায়েরি আদালতে জমা করেছে রাজ্য সরকার। আরজি কর মামলা নিয়ে কেস ডায়েরি দুপুর একটার মধ্যে জমা দিতে বলা হয়েছিল। শুধু কেস ডায়েরি নয়, আরজি করের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র পাশাপাশি নতুন নিয়োগপত্রও জমা করা হয় হাইকোর্টে।
পুলিশ রিপোর্টে জানিয়ে দেয়, ঘটনার তদন্তে কোনদিন কী করা হয়েছিল। আরজি কর মামলার আইনজীবী জানিয়েছিলেন, প্রায় ৩ ঘণ্টা বসিয়ে রেখে তারপর মৃত চিকিৎসকের মা-বাবাকে সেদিন সেমিনার হলে ঢুকতে দেওয়া হয়েছিল। পুলিশ রিপোর্টে জানায়, তিন ঘণ্টা নয়, ১০ মিনিটের মধ্যে তাঁদের ঢুকতে দেওয়া হয়। মঙ্গলবারের শুনানিতেই মৃতার পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, মৃত চিকিৎসকের বাবা-মাকে দু’বার ফোন করা হয়েছিল। একবার বলা হয়, আপনাদের মেয়ে অসুস্থ, দ্বিতীয়বার বলা হয় আপনাদর মেয়ে আত্মহত্যা করেছে। আদালতে রাজ্য সরকার জানায়, দু’বার ফোন যাওয়ার বিষয়টি সঠিক।