Sonajhuri Haat,সপ্তাহে ৭ নয়, ৪ দিন বসবে সোনাঝুরির হাট, সিদ্ধান্ত বন দপ্তরের – santiniketan will have 4 day sonajhuri haat say forest department


ছুটিতে ‘গন্তব্য’ শান্তিনিকেতন? ঘোরার ফাঁকে সোনাঝুরির হাতে কেনাকাটার পরিকল্পনা? তবে এবার থেকে সময় বুঝে সেখানে পাড়ি দিতে হবে। কারণ আর সাত দিন নয়, সপ্তাহে মাত্র চারদিন খোলা থাকবে সোনাঝুরির হাট ।কয়েক মাস আগেই সোনাঝুরিতে নিজেদের জমি চিহ্নিতকরণের কাজ শুরু করেছিল বনদপ্তর। এমনকী, তা ঘেরাও হচ্ছিল। পাশাপাশি জঙ্গল রক্ষা নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল বনদপ্তরের তরফে। এরপরে থেকেই সোনাঝুরি হাটের ভবিষ্যৎ নিয়ে ওঠে প্রশ্ন। কিন্তু, আপাতত সেই হাট সরানো হচ্ছে না। সোনাঝুরি জঙ্গলেই বসবে এই হাট। তবে এর জন্য বনদপ্তরের তরফে দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশিকা।

যেমন আর সপ্তাহে সাত দিন নয় মাত্র চার দিন বসবে হাট-শুক্র,শনি, রবি ও সোম। সপ্তাহের বাকি তিনদিন জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ সমস্ত ধরনের পরিচর্যা এবং গাছ লাগানো হবে সেখানে। পাশাপাশি বনদপ্তরের তরফে স্পষ্ট ভাবে হাট কমিটিকে জানানো হয়েছে, জঙ্গলের ক্ষতি কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। এছাড়াও জঙ্গল এলাকাতে রোপন করতে হবে ১০হাজার গাছ । শুধু তাই নয়, বনদপ্তরের তরফে স্পষ্ট বার্তা, জঙ্গল থেকে মাটি চুরি ও গাছপালা নষ্ট হলেই নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

বনদপ্তরের এক আধিকারিক জ্যোতিষ বর্মন জানান, জীব বৈচিত্রের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই তিনটে দিন গাছ লাগানো এবং জঙ্গলের পরিচর্যা চলবে। বনদপ্তর এবং হাট কমিটি যৌথভাবে তা করবে। তবে কোনওভাবে যদি জঙ্গল ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা মেনে নেওয়া হবে না, জানান তিনি।

উল্লেখ্য, শান্তিনিকেতন বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই স্থানে অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট। প্রতিদিন বহু মানুষে সেখানে যান এবং কেনাকাটা করে থাকেন। এবার সেই হাটের জন্যই সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মন খারাপ পর্যটকদের একাংশের। উল্লেখ্য, আজ থেকে প্রায় ২০ বছর আগে বনদপ্তরের জায়গায় এই হাট শুরু হয়েছিল। কিন্তু, পরিবেশপ্রেমীদের একাংশ জঙ্গল নষ্টের জন্য অক্ষেপ করেছিলেন। এরপরেই কড়া পদক্ষেপ নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *