Train Time Table,স্বাধীনতা দিবসের ছুটিতে দিঘা-পুরীর স্পেশাল ট্রেন, কখন-কোথা থেকে ছাড়বে? – digha puri special train announced by south eastern railway


আগামী বৃহস্পতিবার ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের ছুটি। শুক্র- শনিবারটা ছুটি নিতে পারলেই লম্বা ছুটি। টানা ছুটি কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অনেকেই। দিঘা-পুরী ঘুরে আসার জন্য অনেকেই প্রস্তুত। পর্যটকদের জন্য এবার স্পেশাল ট্রেন ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল।হাওড়ার শালিমার স্টেশন থেকে দিঘা ও পুরীর জন্য স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে। ১৪ অগস্ট রাতে পুরীর জন্য স্পেশাল ট্রেন এবং ১৫ অগস্ট সকালে দিঘার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে রেল। দিঘা-পুরী যাওয়ার জন্য সাধারণত যে ট্রেনগুলি রয়েছে, সেখানে টিকিট বুকিং প্রায় শেষ। পর্যটকদের চাপের কথা মাথায় রেখেই দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল রেল।

পুরীর জন্য ট্রেন

আগামী ১৪ অগস্ট ০২৮১৭ শালিমার-পুরী স্পেশাল রাত ১১টা ০৫ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে ৷ পরের দিন ট্রেনটি ভোর ৬টা ১৫ মিনিটে পুরী স্টেশন পৌঁছবে৷ অন্যদিকে, ০২৮১৮ পুরী-শালিমার স্পেশাল ১৫ অগস্ট রাট ১১টা ২০ মিনিটে পুরী থেকে ছাড়বে ৷ পরদিন সকাল ৮টা ৫০ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে। স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, খড়গপুর এবং বালাসোর স্টেশনে দাঁড়াবে ৷

১০ হাজার লোকালে লাগানো হবে ‘কবচ’, উদ্যোগ রেলের
দিঘার জন্য ট্রেন

আগামী ১৫ অগস্ট ০২৮৬৭ শালিমার-দিঘা স্পেশাল সকাল ৮টায় শালিমার স্টেশন থেকে ছেড়ে ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে দিঘা পৌঁছবে৷ ফেরার পথে ০২৮৬৮ দিঘা-শালিমার স্পেশাল ১৫ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে দিঘা থেকে ছেড়ে ওইদিন বিকেল ৪টা ৫ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে ৷ এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশনে দাঁড়াবে বলে রেলের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *