পুরীর জন্য ট্রেন
আগামী ১৪ অগস্ট ০২৮১৭ শালিমার-পুরী স্পেশাল রাত ১১টা ০৫ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে ৷ পরের দিন ট্রেনটি ভোর ৬টা ১৫ মিনিটে পুরী স্টেশন পৌঁছবে৷ অন্যদিকে, ০২৮১৮ পুরী-শালিমার স্পেশাল ১৫ অগস্ট রাট ১১টা ২০ মিনিটে পুরী থেকে ছাড়বে ৷ পরদিন সকাল ৮টা ৫০ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে। স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, খড়গপুর এবং বালাসোর স্টেশনে দাঁড়াবে ৷
দিঘার জন্য ট্রেন
আগামী ১৫ অগস্ট ০২৮৬৭ শালিমার-দিঘা স্পেশাল সকাল ৮টায় শালিমার স্টেশন থেকে ছেড়ে ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে দিঘা পৌঁছবে৷ ফেরার পথে ০২৮৬৮ দিঘা-শালিমার স্পেশাল ১৫ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে দিঘা থেকে ছেড়ে ওইদিন বিকেল ৪টা ৫ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে ৷ এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশনে দাঁড়াবে বলে রেলের তরফে জানানো হয়েছে।