খোদ পুলিশের স্টিকার লাগানো গাড়িতে মাদক পাচারের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার দুই পাচারকারী। সোমবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। গোপন সূত্রে বিপুল পরিমাণ গাঁজা পাচারের খবর পায় পুলিশ। সেই মতো নাকা তল্লাশি শুরু হতেই হাতেনাতে পাকড়াও দুষ্কৃতিরা। সোমবার ভোরে মাদক পাচারের সময় দু’জনকে ধরে ফেলে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণে গাঁজা চারচাকা গাড়িতে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছে। পুলিশ সেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা-তল্লাশি শুরু করে। সোমবার ভোর রাতে এন এইচ-২বি বর্ধমান সিউড়ী রোডের তালিতের সাই স্টেডিয়ামের কাছে পুলিশ নীলবাতি লাগানো একটি গাড়িকে আটকায়। গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিতে তল্লাশি চালালে ছ’বস্তা গাঁজা উদ্ধার হয়।