মেয়েরা রাত দখল করো,মেয়েদের দখলে রাতের রাজপথ, আরজি করকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল বাংলা – rg kar incident protest march in bengal meyera raat dokhol koro


‘ইন দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার…’। স্বাধীনতার প্রাক্কালে আক্ষরিক অর্থেই জেগে উঠল বাংলা তথা গোটা ভারত। রাত বাড়ল। পাল্লা দিয়ে বাড়ল ভিড়। বুধবার রাতে রাস্তার দখল নিতে শুরু করল মেয়েরা। যাদবপুর, অ্যাকাডেমি, কলেজ স্ট্রিট তো বটেই শহরের প্রতিটি কোণা, জেলায় জেলায় চলল জমায়েত। এমনকী, রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুও রাত জাগছে আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে। রাত দখলে নেমেছে সুদূর এডিনবরাও।কলকাতা থেকে কোচবিহার, বনগাঁ থেকে বেহালা, সর্বত্রই রাতের রাজপথ চলে গিয়েছে মেয়েদের দখলে। ব্য়ানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছে শয়ে শয়ে নারী। তাঁদের যোগ্য সঙ্গ দিচ্ছে পুরুষরাও। কারও হাতে মশাল, কেউ জ্বেলেছেন মোবাইলের টর্চ। প্রত্যেকের দাবি একটাই, আরজি করকাণ্ডে সুবিচার চাই। সকলের মুখে গর্জে উঠছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।

‘সারা রাত ঘুমোতে পারিনি…’, আরজি করকাণ্ডে পুলিশের তদন্ত নিয়ে কী বললেন মমতা?

আরজি কর হাসপাতালের সামনে জমায়েতে দেখা যাচ্ছে মশাল হাতে নারীদের মিছিল। কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে রাতের শহর দখলের জমায়েতে হাজির। রাত ৯টার আগে থেকেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড় বাড়তে শুরু করে। অ্যাকাডেমিতেও ভিড় আট থেকে আশি সকল বয়সের মহিলাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *