Calcutta High Court : কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙা বিল্ডিংয়ে রাজনৈতিক সমাবেশ নয়, নির্দেশ হাইকোর্টের – calcutta high court order for no political programme at darbhanga building


কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারভাঙা বিল্ডিংয়ে রাজনৈতিক কোনও সমাবেশ করা যাবে না। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কয়েকজন সিন্ডিকেট সদস্য ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতে ঐতিহাসিক দ্বারভাঙা বিল্ডিংয়ে রাজনৈতিক সভা না করার নির্দেশ দেয় আদালত।কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে কড়া ভাবে পদক্ষেপ করতে হবে যাতে কোনও ভাবে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতরা ঢুকতে না পারে। কোনও রাজনৈতিক কার্যক্রম না হয়। পুলিশকে নজর রাখতে হবে ক্যাম্পাসের বাইরে। প্রয়োজন পড়লে বাড়তি বাহিনী রাখতে হবে।

পাশাপাশি আদালত আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের কর্মী, অফিসার বা পড়ুয়ারা যাতে কোনও সমস্যায় না পড়ে সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। ঢোকা এবং বেরোনোর রাস্তা যাতে কোনওভাবে বিক্ষোভ বা সভার জন্য বন্ধ না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে পুলিশকে।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের বিরোধ চলছে দীর্ঘদিন ধরেই। এর মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তিনি রাজ্যপালের দ্বারা মনোনীত। অগস্টের প্রথম সপ্তাহে সিন্ডিকেট বৈঠক চলাকালীন রাজনৈতিক দলের প্রতিনিধি তথা বহিরাগতরা বাইরে থেকে গেটে তালা দিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ রাতে তাঁদের উদ্ধার করে। এমন নানা ঘটনায় নিরাপত্তাহীনতা বোধ করছেন জানিয়ে কয়েকজন সিন্ডিকেট সদস্য ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন।

Calcutta High Court: এআই-এর বিরুদ্ধে চার্জেও কনসেন্ট পায়নি সিআইডি!
প্রসঙ্গত, অগস্ট মাসের শুরুতেই বিক্ষোভের মুখে পড়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। উপাচার্য পদত্যাগ করেছেন ৷ তাহলে কীভাবে এখনও উপাচার্যের দায়িত্ব পালন করছেন? এই দাবি তুলে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র আন্দোলনে সহমত জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে, শান্তা দত্ত দাবি করেন, তিনি উপাচার্যের বেতন নেন না ৷ শুধুমাত্র নিজের কাজটা করে যাচ্ছেন ৷ যতদিন না কোনও স্থায়ী উপাচার্য হচ্ছেন, তার আগে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশই রয়েছে বলে মতপ্রকাশ করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *