CBI : আরজি করকাণ্ডের তদন্তে কলকাতায় সিবিআইয়ের বিশেষ দল, সঙ্গে ফরেনসিক টিমও – cbi starting their investigation on rg kar doctor death case


শহরে পৌঁছল সিবিআইয়ের বিশেষ টিম। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় তদন্ত ভার মঙ্গলবারই দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছল সিবিআইয়ের টিম। সঙ্গে সিবিআইয়ের নিজস্ব ফরেনসিক দলও হাজির কলকাতায়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারকে বুধবারই নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। ধৃতকে হেফাজতে নেওয়ার জন্য সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করবে তারা। আজকেই আরজি কর হাসপাতালে সিবিআইয়ের একটি বিশেষ টিম যেতে পারে বলে জানা যাচ্ছে। সিবিআইয়ের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরা যাবেন বলেও জানা গিয়েছে।

আরজি করকাণ্ড নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে এই মামলায় তদন্ত ভার সিবিআইকে দেওয়া হয়। গতকালই এই মামলার সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়। সিবিআইয়ের একটি দল টালা থানায় যায়। সেখান থেকে আরজি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে।

RG Kar Doctor Death: আরজি করকাণ্ডে CBI, আদালতের নজরদারিতেই হবে তদন্ত, জানালেন আইনজীবী কৌস্তভ

অন্যদিকে, আজকেই ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হতে পারে। সেই কারণে বুধবার সকালে সঞ্জয়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এদিন সকাল সাড়ে নটা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

RG Kar Doctor Death Case: ‘ন্যায়বিচার চাইছি’, CBI তদন্তের নির্দেশে সন্তুষ্ট মৃত চিকিৎসকের বাবা?
গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে তথ্য উঠে আসে পুলিশের তদন্তে। তদন্তে নেমেই আরজি কর হাসপাতালে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছে। যদিও, বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। পুলিশের কেস ডায়েরি দেখে সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। এরপরেই এই মামলার তদন্ত ভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *