Durga Puja Weather Update,লা নিনার দাপটে দুর্গাপুজোয় বৃষ্টি? মুখ খুললেন আবহবিদ – west bengal may witness rainfall during durga puja due to la nina


গত কয়েক বছর ধরে পুজোর আনন্দে বার বার ‘জল ঢেলেছে’ খামখেয়ালি আবহাওয়া। পুজোর প্রস্তুতি তুঙ্গে। কিন্তু, এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবহাওয়ার মতি-গতি। আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছেন, সেপ্টেম্বর মাসের শুরুতেই আসছে লা-নিনা। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এই বিশেষ পরিস্থিতির ফলে বৃষ্টি হতে পারে। এর প্রভাব থাকতে পারে কয়েক মাস। এদিকে অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো। ২ অক্টোবর মহালয়া। সেক্ষেত্রে বাংলায় বৃষ্টির আশঙ্কা বেড়েছে লা নিনার প্রভাবে, দাবি বিশেষজ্ঞদের। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাসকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘পুজোয় এখনও বহু সময় বাকি। সেই সময় রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, তা এখন থেকে বলা সম্ভব নয়।’কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে, অগস্টের শেষ বা সেপ্টেম্বর মাসের শুরুতেই প্রশান্ত মহাসাগরে লা নিনা তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কী এই লা নিনা?
লা নিনা একটি স্প্যানিশ শব্দ। এর অর্থ ছোট মেয়ে। প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠে যখন শীতল সামুদ্রিক স্রোত প্রবাহিত হয় তখন সেই অবস্থাকে বলে লা নিনা। এর প্রভাব ভারতে মৌসুমী বায়ুর উপর পড়ে। একইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও বেড়ে যায়। মোটের উপর বর্ষাকে সক্রিয় করার নেপথ্যে লা নিনার বড় অবদান রয়েছে। অন্যদিকে, এল নিনোর জেরে বর্ষা বিলম্বিত হয়।

পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় হয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। সেই অনুযায়ী, পুজোর সময়েও রাজ্যে বর্ষা চলবে। এদিকে অক্টোবর মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার রেকর্ডও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে লা নিনার ঠিক কী প্রভাব পড়বে বাংলার আবহাওয়ার উপর! সেই দিকে সব নজর। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পুজোর সময় বৃষ্টির প্রবণতা দেখা গিয়েছে রাজ্যে। ২০২২, ২০২৩ সালেও একই মতিগতি ছিল আবহাওয়ার। পুজোর সময় বৃষ্টিপাত হয়। বিভিন্ন প্যান্ডেলও তার প্রভাব পড়েছিল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন এই বছরও কী পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি! যদিও আবহবিদরা স্পষ্ট জানাচ্ছেন, এত আগে থেকে পুজোয় কেমন আবহাওয়া থাকবে তা বলা সম্ভব নয়। ফলে এখন থেকেই এই নিয়ে হতাশ হওয়ার কারণ নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *