আগামীকাল ১৫ অগস্ট। দেশ জুড়ে পালিত হবে ৭৮তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গেও মহা সমারোহে পালিত হবে এই দিনটি। তবে ১৫ অগস্ট উপলক্ষে কড়া নিরাপত্তা শহর তিলোত্তমায়। কলকাতা পুলিশের তরফে বিভিন্ন জায়গায় চলছে চেকিং-নাকা তল্লাশি। রেড রোড ও তার আশেপাশের এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। শহরের ভিআইপি জোনগুলিকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে উচ্চ পদস্থ কর্মীরা। কলকাতা পুলিশ জানিয়েছে, রেড রোড অঞ্চলে ছটি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে নিরাপত্তার আরও নানা রকম ব্যবস্থা। আসুন দেখে নিন ভিডিয়ো।