Kolkata Metro,ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, নিউ গড়িয়া থেকে রুবি লাইনে ব্যাহত পরিষেবা – kolkata metro service disrupted for suicide attempt at satyajit roy station


ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা। অরেঞ্জ লাইনে সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। এই ঘটনায় অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়। প্রায় ৫০ মিনিট পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।জানা গিয়েছে, এদিন সকালে সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। সকাল ৯.৩২ নাগাদ ঘটনাটি ঘটে। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সাত সকালে অফিস টাইমে এই ঘটনায় সমস্যায় পড়েন যাত্রীরা।

মেট্রোর লাইন থেকে ওই যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। যাত্রীকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ১০.২০ নাগাদ মেট্রো পরিষেবা ফের স্বাভাবিক হয়। প্রায় ৫০ মিনিট পর অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক হয় বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল ৯.৩২ নাগাদ এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে। ১০.২০ থেকে মেট্রো পরিষেবা ফের স্বাভাবিক হয়ে গিয়েছে।

গাছ পাহারার লোক কই, তাই নিমের বদলে জোর দেবদারুতে
প্রসঙ্গত, গত ২৪ জুলাই মেট্রোতে আত্মহত্যার ঘটনার জন্য পরিষেবা বিঘ্নিত হয়েছিল। সেদিন রাত ৯টা ১৩ মিনিটে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক পুরুষ যাত্রী বলে খবর। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। বিষয়টি লক্ষ্য করেন স্টেশনে কর্তব্যরত রেলের পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জন্য থমকে যায় ডাউন লাইনের ট্রেন চলাচল। কবি সুভাষ স্টেশনের দিকে যাওয়ার মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দমদম-দক্ষিনেশ্বর লাইনেও মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। বেশ কিছুক্ষণ পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার ঘটনা নতুন নয়। মেট্রো রেলের তরফে, বারবার এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে নাগরিকদের সচেতন হওয়ার জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *