RG Kar Doctor Death : আরজি করকাণ্ডে সিবিআই তদন্ত শুরু – cbi team with forensic experts visited the rg kar medical collage and hospital in lady doctor death case watch video


আরিজি কর কাণ্ডে তোলপাড় দেশ। বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই-এর বিশেষ দল। এবার আরজি কর হাসপাতালে এলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা গেল ফরেন্সিক টিমও। আরজি করে ঢুকে সোজা চারতলায় পৌঁছে যায় সিবিআই টিম, নমুনা সংগ্রহ করার জন্য। ওই তলাতেই রয়েছে সেমিনার হল, যেখান থেকে শুক্রবার সকালে উদ্ধার হয় তরুণী ডাক্তারের ধর্ষিত দেহ। প্রসঙ্গত, ইতিমধ্যেই সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ান কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তর করে দিয়েছে পুলিশ। এরপরই মূল অভিযুক্ত হাতে পেয়ে তাকে মেডিক্যাল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিবিআই। সব পরীক্ষা করার পর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয়কে। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *