আরজি করে নিরাপত্তার দাবিতে এবার প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ, গো-ব্য়াক স্লোগান! Nurses protest against lack of security in RG hospital


পিয়ালী মিত্র: হাসপাতালে বেনজির দুষ্কৃতী তাণ্ডব! নিরাপত্তার দাবিতে দফায় দফায় বিক্ষোভ। প্রিন্সিপাল ঘিরে ধরে গো-ব্যাক স্লোগান দিলেন নার্সরা। ফের নতুন করে উত্তেজনা ছড়াল আরজি কর হাসপাতালে।

আরও পড়ুন:  R G Kar Incident: গতরাতে আরজিকরে কীভাবে দুষ্কৃতী তাণ্ডব, দেখে নিন টাইম লাইনে

ঘটনাটি ঠিক কী? আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। বিক্ষোভ-আন্দোলনে ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিত্‍সকরা। এরমধ্যেই গতকাল বুধবার নারীদের ‘রাত দখল’ কর্মসূচি পালিত হল শহরে। মধ্য়রাতে যখন রাস্তা নামলেন মহিলা, তখনই রণক্ষেত্রে চেহারা নিল আরজিকর।

রাতে আরজি করের সামনে রাস্তায় জমায়েত করেন কয়েকশো মানুষ। এরপর হঠাত্‍-র ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়েন তাঁরা। ব্য়াপক ভাঙচুর চলে সর্বত্রই। কোথাও বেড, কোথাও আইসিইউ, কোথাও ফ্রিজ তো কোথাও এমআরআই মেশিন ভেঙে গুঁড়িয়ে হয়। নেপথ্য় কারা? ২১ জনের ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিস।  ৯ জনকে গ্রেফতারও করা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে গতকাল বুধবার হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব সামনে দেখেছেন আরজি করে নার্সরা। নিরাপত্তাহীনতা ভুগছেন তাঁরা। নার্সদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ প্রিন্সিপাল। এদিন প্রিন্সিপাল হাসপাতালে পৌঁছতেই শুরু হয়ে যায় বিক্ষোভ। প্রিন্সিপাল বলেন, ‘আমিও সুবিচার চাই। আমিও নিরাপত্তা চাই। কালকের ঘটনা নিয়ে বৈঠক হবে’।

আরও পড়ুন:  RG Kar Incident মধ্যরাতে আরজি করে দু্ষ্কৃতী-তাণ্ডব! জরুরি বিভাগে ভাঙচুর, নামল ব়্যাফ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *