ঝাড়গ্রামে আবারও হাতির আতঙ্ক ছড়ালো। বৃহস্পতিবার দলছুট একটি হাতির তাণ্ডবে ছড়াল আতঙ্ক। হাতির হানায় এখনও পর্যন্ত এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। বৃহস্পতিবার ভোরে ৫টি হাতির একটি দল গ্রামে ঢুকে পড়ে কার্যত তান্ডব চালায়। ১টি হাতিকে দলছুট হয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেক চেষ্টার পরেও কোনভাবেই কাবুতে আনা যাচ্ছিল না হাতিকে। অবশেষে বনদপ্তরের কর্মীরা ঘুম পাড়ানি গুলিতেই কাবু করে হাতিটিকে। পরে হাতিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।